সারাদেশের ন্যায় সিলেটেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। গত বছরের তুলনায় এ বছর সিলেটে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪। গত বছর সিলেটে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। গতকাল বুধবার সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
সিলেট শিক্ষাবোর্ড জানায়, এবছর বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ৮৮টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৯৮০জন, মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৭২৩জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এছাড়াও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এবছর সিলেট জেলায় পরীক্ষার্থী রয়েছেন ৩১ হাজার ১৬১ জন। তারমধ্যে ১৩ হাজার ২৫১ ছেলে ও ১৭ হাজার ৯১০ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় ১২ হাজার ৭২৮ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৯০৩ জন ও মেয়ে ৭ হাজার ৩৭৯ জন। মৌলভীবাজার জেলায় পরীক্ষার্থী ১৪ হাজার ২০৯ জন। তারমধ্যে ৫ হাজার ৩২৭ ছেলে ও ৮ হাজার ৮৮২ মেয়ে। হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৮৩৩ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৫৩৪ ও মেয়ে ৭ হাজার ২৯৯ জন।
পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা নকলমুক্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থী কমার বিষয়ে অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ছেলেদের মধ্যে অনেকেই কোনোরকম এসএসসি পাশ করে দেশের বাইরে চলে যাচ্ছে। অনেকে পারিবারিক দিক বিবেচনায় কর্মজীবিদের তালিকায় চলে যাচ্ছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমন কোন ইস্যু নেই। মেয়েরা নিয়মিতই পড়াশোনা করছে। তাছাড়া দেশের নারী ও পুরুষের আনুপাতিক হারে নারীর সংখ্যা বেশি।
মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান জানান, নিহতের নাম মো আনোয়ার হোসেন। তার বাড়ি বরিশাল। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন। ওসি জানান, দুর্ঘটনার পর পর ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।