গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের উদ্যোগে প্রাণবন্ত শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় শিক্ষা মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের ওপর গুরুত্ব দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরেস্ট ইকোলজি বিভাগের প্রফেসর ও অনুষদের ডিন ড. মোঃ আবিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য দেন ফরেস্ট পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মাঈন উদ্দিন মিঞা।

শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, ল্যাব সরঞ্জাম উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অতিথিরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়কে “চেতনার কেন্দ্র” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

সভা শেষে সভাপতি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।