চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন এসেছে। বাতিল করা হয়েছে পোষ্য (ওয়ার্ড) কোটা। একই সঙ্গে আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে প্রয়োজনীয় জিপিএর মান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপাচার্যের দফতরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সব ইউনিটেই গত বছরের তুলনায় ন্যূনতম জিপিএ ০.৫০ কমানো হয়েছে।
জিপিএর নতুন মান: ‘এ’ ইউনিট: এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৭৫; এসএসসিতে ন্যূনতম ৪.০০ ও এইচএসসিতে ৩.২৫ থাকতে হবে।
‘বি’ ইউনিট: মানবিক শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭.৫০ আবশ্যক।
‘সি’ ইউনিট: ন্যূনতম মোট জিপিএ ৭.৫০।
‘ডি’ ইউনিট: মোট জিপিএ ৭.০০।
এ বছর মোট ৯টি কোটা বহাল থাকছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান, বিদেশি শিক্ষার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি (অ–উপজাতি), শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপি খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় এবং দলিত জনগোষ্ঠীÑএই কোটা বজায় থাকলেও ওয়ার্ড বা পোষ্য কোটা বাতিল করা হয়েছে। অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী জানান, এ বছর এইচএসসি ফল আশানুরূপ না হওয়ায় আবেদন ও আসন সংখ্যা সামঞ্জস্যপূর্ণভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী সুযোগ পায়। প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০০ আসন রাখা হলেও ভবিষ্যতে তা কমিয়ে ৮০Ñতে নামানো হবে বলেও তিনি জানান।