জাতীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন ২০২৫-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার ২০ ডিসেম্বর অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তা আগামী ২১ ডিসেম্বর রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত একাডেমিক ভবনের সিনেট হলে এ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিনেট চেয়ারম্যান, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এতে সিনেটের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশনের তারিখ পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে এবং অনুষ্ঠানটির সংবাদ কভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।