শিক্ষাঙ্গন
২০ বছরেও হয়নি ৬২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত
পঞ্চগড়ে ৭ শত শিক্ষক কর্মচারীর মানবেতর জীবন
পঞ্চগড়ে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি না হওয়ায় সরকারি বেতনের অংশ না পেয়ে ৭ শত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন
Printed Edition
আব্দুর রহমান, বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি না হওয়ায় সরকারি বেতনের অংশ না পেয়ে ৭ শত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জেলায় মোট ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি না হওয়ায় সরকারি অংশের বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা। পঞ্চগড় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি কফিউল ইসলাম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত বোদায় ২০টি, আটোয়ারীতে ১০টি, দেবীগঞ্জে ২১ টি, সদরে ৭ টি ও তেঁতুলিয়ায় ১টি প্রতিষ্ঠান নন এমপিও আছে। এমপিওভুক্ত না হওয়ায় ৭ শত শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। এমন অনেক শিক্ষক আছেন যারা বেতন না পেয়ে অবসরে চলে গেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে ২৩ ফেব্রুয়ারি থেকে আমাদের কেন্দ্র ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এমপিওভুক্তির ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে ফিরছি না। বলরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (ভোকেশনাল) সালাহউদ্দিন বলেন, এমপিওভুক্তির আশায় ১৮-২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত আছি। বেতন না পেলেও শিক্ষার্থীদের মায়ায় অন্যত্র চলে যাওয়ার ইচ্ছে নেই। এমপিভুক্ত হবে এমন আশা নিয়ে এখনও পাঠদানসহ দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঢাকার আন্দোলনে এসেছি, এমপিওভুক্তির ঘোষণা না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরছি না। একটি নন এমপিও প্রতিষ্ঠানের সভাপতি অ্যডভোকেট জাকির হোসেন বলেন, এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালেই সরকার এমপিওভুক্তির ঘোষণা দেবে এমনটা আশা করছি। অন্যথায় মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। ২০ বছরেও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। বোদা পৌর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে পাঠদানের অনুমতি পায় ২০০১ সালের ১ জানুয়ারি। আর স্বীকৃতি পায় ২০০৫ সালের ১ জানুয়ারি। আমার প্রতিষ্ঠানে ১০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। ২৪ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। তিনি বলেন, বোদা উপজেলার ২০টি প্রতিষ্ঠান ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি। আমরা এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। ঘোষণা না পাওয়া পর্যন্ত পঞ্চগড়ের কেউই ক্লাসে ফিরছি না। উল্লেখ্য, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ডাকে ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে সারাদেশের নন এমপিও শিক্ষক-কর্মচারীরা। উল্লেখ্য, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, ভিপি নূর, জোনায়েদ সাকীসহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষকদের দাবি সাথে একাত্মতা ঘোষণা করেছেন।