ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোট গণনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ৮টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা কর্মসূচি। এসময় বাহিরে এলইডি স্ক্রিনের সামনে উৎসুক শিক্ষার্থী ও প্রার্থীদের ভিড় দেখা যায়। ভোট প্রদান শেষে সবাই এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন।
ভেতরে ভোট গণনা কেন্দ্রে প্রতিটি কেন্দ্রের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, হল প্রাধ্যক্ষ ও ঢাবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত আছেন।
পোলিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট গণনা শেষ করতে মোটামুটি ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে। তবে রাতের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী তারা। ভোট গ্রহণ শেষে সিনেট ভবন কেন্দ্র থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।