আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। “তর্ক নয়, যুক্তিই আমাদের শক্তি” এই শিরোনামে আয়োজিত প্রতিযোগিতাটি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন। তিনি বলেন, পরীক্ষার নম্বর নয়, সৃজনশীল চিন্তাই প্রকৃত মেধার পরিচায়ক।

বিতর্ক মানুষের যুক্তিকে শাণিত করে, দৃষ্টিভঙ্গি প্রসারিত করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ রিদোয়ানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোসলেহ উদ্দিন এবং ইংরেজি বিভাগের প্রভাষক মীর কাসেম চৌধুরী। পুরো প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে মডারেটর ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাজিয়া সুলতানা। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইদুর আবরার। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বই দায়ী, সৃজনশীল চিন্তা বনাম পরীক্ষার নম্বর। সমসাময়িক শিক্ষাব্যবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা তুলে ধরে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, যুক্তির জোর, উপস্থাপনার দক্ষতা এবং দলগত সমন্বয় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন।