ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য তিন দফা দাবির পক্ষে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও অভিযোগ করেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, আবারও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেই কোটারবিরুদ্ধে কথা বলতে হচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক উল্লেখ করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।