ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার কারণে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্টরা ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছেন ভিপি সাদিক কায়েম।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার নিজের ফেসবুক আইডি দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে সাদিক কায়েম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমা বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট চক্র। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতার নামে কথিত সুশীল খোলস ছেড়ে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করছে।

তিনি আরও লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি শুরু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

ডাকসুর ভিপি লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবিলা করার পরিবর্তে হত্যাযোগ্য করার মিশন শুরু করলে হাসিনার পরিণতিই তাদের বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এইসকল সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।