গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সহ কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় কৃষি প্রাধান্যের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩,৮৬৩টি। এর বিপরীতে আবেদন করেছেন ৯৪,০৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ২৫ জন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। গাকৃবি কেন্দ্রেই এবার অংশ নেবেন প্রায় ৮ হাজার পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা নিয়ে গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উন্নয়নে আরও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। গাকৃবি শুরু থেকেই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তৎপর। তাই আমরা পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করে তাদের আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষ করে তুলতে চাই।

তিনি আরও বলেন, “আমি সকল পরীক্ষার্থীকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং সকলকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।