প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং ব্যবস্থা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ঢাকার পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে হাইকোর্ট অবরোধ করেছে ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ

রোববার (৭ ডিসেম্বর) যথাক্রমে সকাল সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৩টার দিকে এসব কর্মসূচি পালন শুরু হয়।

প্রথমে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব এলাকায় জড়ো হয়। পরে সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন। এরপর তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া রূপরেখায় ‘স্কুলিং সিস্টেম’ চালুর উল্লেখ থাকায় উচ্চমাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলেন, এ ধরনের ব্যবস্থা চালু হলে কলেজ পর্যায়ে শিক্ষার কাঠামো প্রশ্নবিদ্ধ হবে।

রামনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষার্থীদের একটি দশ সদস্যের প্রতিনিধি দল দুপুরের দিকে সচিবালয়ে গিয়ে আলোচনায় বসে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারা সড়ক থেকে সরে যান।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে হাইকোর্ট মোড়ে সড়ক করে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেসক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীরা আজকের মধ্যেই অধ্যাদেশ ঘোষণা চান। অধ্যাদেশ ছাড়া তারা ফিরবেন না বলে জানিয়েছেন।

এদিকে আকস্মিক অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট-মতিঝিলমুখী সড়কে যানজট তৈরি হয়। তবে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।