শিক্ষাঙ্গন
ফরিদপুরে ছাত্র আলিফ হত্যা মামলায় সিফাতের যাবজ্জীবন
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ছাত্র আলিফ হত্যা মামলায় আসামি সিফাত হোসেন আবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
Printed Edition
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ছাত্র আলিফ হত্যা মামলায় আসামি সিফাত হোসেন আবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে সহকারী আসামি রাশেদ খা ও হিমেলকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রাশেদ ও হিমেলের বিরুদ্ধে প্রমাণের অভাব রয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত সিফাত ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। খালাস পাওয়া রাশেদ ও হিমেল চাঁনমারী গ্রামের বাসিন্দা। নিহত আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা, সে সরকারি ইয়াছিন কলেজের ছাত্র ছিলেন।