গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্যাথোবায়োলজি বিভাগে “এমএস ইন প্যারাসাইটোলজি” এবং “পিএইচডি ইন প্যাথোলজি” ডিগ্রি চালুকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
দেশীয় ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য, প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে এই দুটি উচ্চশিক্ষা প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, পরিচালক (ছাত্রকল্যাণ), পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম), প্যাথোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রেজিস্ট্রারসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশেষজ্ঞরা।
প্যাথোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালার সূচনা করেন। এরপর প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম “পিএইচডি ইন প্যাথোলজি” ডিগ্রি এবং সহযোগী অধ্যাপক ড. শেখ আরাফাতুর রহমান “এমএস ইন প্যারাসাইটোলজি” ডিগ্রির ওপর তথ্যবহুল উপস্থাপনা দেন। তারা ডিগ্রি দুটির প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সুবিধা তুলে ধরেন।
পরবর্তীতে কোর্স কাঠামো, পাঠ্যসূচি ও একাডেমিক মান উন্নয়ন বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞদের মতামত গ্রহণে ফ্লোর উন্মুক্ত করা হয়। তারা প্রস্তাবিত কোর্স দুটি সুচারুরূপে পরিচালনার জন্য নানা পরামর্শ দেন।
ভিসি তাঁর বক্তব্যে বলেন, “প্যাথোবায়োলজি বিভাগে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই দুটি ডিগ্রির চালু হওয়া সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও বলেন, এ প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাণিস্বাস্থ্য ও কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আমন্ত্রিত বিশেষজ্ঞ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত প্যাথোবায়োলজি বিভাগটি স্বাস্থ্য, কৃষি এবং প্রাণিসম্পদ খাতের বর্তমান বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এ কর্মশালার মধ্য দিয়ে “এমএস ইন প্যারাসাইটোলজি” এবং “পিএইচডি ইন প্যাথোলজি” প্রোগ্রাম চালুর পথে আরেক ধাপ এগিয়ে গেল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।