গত মঙ্গলবার, আল-ফারুক একাডেমি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমেদ এর সভাপতিত্বে একাডেমির হল রুমে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।আল ফারুক একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ফারুক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার। গত সোমবার একাডেমির হলরুমে আয়োজিত সংবর্ধনা সভা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি হোমায়রা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হোমায়রা ইসলাম বলেন, জিপিএ-৫ পাওয়াকে প্রত্যেকের জীবনের একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজেদের মানবিক গুণাবলিকে আরও উন্নত করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। স্কুলের সিনিয়র শিক্ষক মো. ইমাম হোসেন রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট ইসমাইল মাহমুদ এবং ট্রাস্ট সদস্য ডা. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।