যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গবেষণার গুণগত মানে ৬৯.৫ স্কোর অর্জন করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষ অবস্থানে রয়েছে গাকৃবি। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬০১-৮০০তম।

বিশ্বের ৯৮টি দেশের ১২১১টি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত এই মূল্যায়নে গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ ও শিক্ষার গুণগত দিক বিবেচনায় নেওয়া হয়। গাকৃবির এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার প্রমাণ, যা ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, এর আগে গাকৃবি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬ এবং টিএইচই র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের শীর্ষ অবস্থান অর্জন করে।