জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, যেসব শিক্ষার্থী ২২ অক্টোবর ২০২৫-এর মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা/আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছেন, তারা অন্যান্য ফি এর অতিরিক্ত ৫,০০০ টাকা বিলম্ব ফিসহ নির্ধারিত নতুন তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারবেন।
নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষের দ্বারা শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ণের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৫ এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ ৯ নভেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে। পূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, যারা পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেননি, তারা এই নতুন সময়সীমার মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীরাও ২১ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তির শর্ত অনুসারে ফরম পূরণ করতে সক্ষম হবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
ফি কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের : শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে এবং চূড়ান্ত ঘোষণা আসবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে।
গত বুধবার (২৯ অক্টোবর ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি।
সভায় জানানো হয়, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তাই ফি হ্রাসের সিদ্ধান্তটি অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং ভবিষ্যতের অন্যান্য পরীক্ষায় কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী নীতিমালার অংশ হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।