গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) উদ্যোগে শুক্রবার বিশ্ব ডিএনএ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল মানুষের জিন ও বংশগতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিজ্ঞান ও জীববিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণ শিক্ষার্থীদের জিনতত্ত্ব ও বায়োটেকনোলজির মতো আধুনিক বিষয়ে উৎসাহিত করা। উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে আইবিজিই ইনস্টিটিউটের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যার নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস-প্রেসিডেন্ট ড. জহুরুল করিম। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন ড. করিম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় ডিএনএ অলিম্পিয়াড পরীক্ষা, পোস্টার ও আর্টিকেল প্রদর্শনী এবং একটি কুইজ প্রতিযোগিতা। এ সময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত হয় একটি বিশেষ সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. জহুরুল করিম এবং কী-নোট উপস্থাপন করেন গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক, খ্যাতনামা কৃষি বিজ্ঞানী ও বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। তিনি “ডিএনএ থেকে জিনোম এডিটিং: জীববিজ্ঞানের যুগান্তকারী অধ্যায় শীর্ষক একটি চিত্রসমৃদ্ধ তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান এবং ইনস্টিটিউটের পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. শাহ মোহম্মদ নাইমুল ইসলাম।
দিবসটির আয়োজন ও কার্যক্রমে অংশ নেন বিএস (এজি) চতুর্থ বর্ষের বিজিই ৪১০ কোর্সের শতাধিক শিক্ষার্থীসহ আইবিজিই ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী।
উদযাপনের শেষাংশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।