ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু ও মর্নিং রাইডার্সের উদ্যোগে "RUN WITH DUCSU VP" শিরোনামে একটি রানিং ইভেন্ট আয়োজিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ছয়টায় ঢাবির মল চত্বর থেকে এটি শুরু হয়। এই বিশেষ ইভেন্টে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিপি সাদিক কায়েম বলেন, সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে , সবকিছুতে বড় হবে মিথ্যে যে নয় মোটেই । তাছাড়া এটি একটি সুন্নত, "Say not to the morning sleep"। আমরা যারা শারীরিকভাবে সুস্থ থাকতে চাই ,মানসিকভাবে প্রশান্ত থাকতে চাই এবং আত্মবিশ্বাসী হতে চায় তাদেরকে অবশ্যই শারীরিক কসরাত করতে হবে।
ডাকসুর উদ্যোগে "মর্নিং রাইডার্স নামে একটা প্ল্যাটফর্ম"এর আওতায় প্রতিদিন সকালে এই শরীরচর্চা প্রোগ্রাম চলতে থাকবে।
এ সময় তিনি বলেন বিগত সময় আমরা দেখেছি শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ না থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ভাইয়েরা মারা গিয়েছেন, তাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শরীরচর্চার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।