চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এবার “ক” গ্রুপে মোট ১৩,০৯২ জন এবং “খ” গ্রুপে ৮৫০ জন সহ সর্বমোট ১৩,৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে আশা করা যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১,০৮৪ জন এবং ছাত্রী ২,৮৫৮ জন। “ক” গ্রুপের পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকা হতে বেলা ১২:৩০ ঘটিকা এবং এরপর “খ’’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা বেলা ১২:৪৫ ঘটিকা হতে ১:৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
“খ” গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮,৫০০ জন (আট হাজার পাচঁশত) জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া ০২টি উপ-কেন্দ্রে (সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১,৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪,০৭৭ জন) মোট ৫,৪৪২ (পাঁচ হাজার চারশত বিয়াল্লিশ) জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্য মোট আসন সংখ্যা ৯৩১ (সাধারণ আসন ৯২০ + উপজাতীদের জন্য সংরক্ষিত ১১) জন। প্রেস বিজ্ঞপ্তি।