বিশিষ্ট ইতিহাসবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালীন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।চ্

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।