ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “ডুয়েটের ২২ বছরের যাত্রা কেবল একটি প্রতিষ্ঠান গড়ার ইতিহাস নয়, বরং শিক্ষা, প্রযুক্তি ও সৃষ্টিশীলতায় দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গল্প।” তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রের সম্পৃক্ততা ডুয়েটকে আজকের অবস্থানে এনেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২২তম বর্ষপূর্তি উপলক্ষে ‘ডুয়েট ডে-২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর আরও বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি নিতে দক্ষ মানবসম্পদ তৈরি করাই সময়ের দাবি। ডুয়েট সেই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।” ‘প্রযুক্তির উৎকর্ষতায় ডুয়েট’ প্রতিপাদ্যে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা হয়। পরে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ডীনস্ অ্যাওয়ার্ড, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। বিশেষ অতিথি প্রোভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “ডুয়েটের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মেধার স্বাক্ষর রাখছে। তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।