গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত এক ঘণ্টা শেষে সম্পন্ন হয়। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগেই প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী । প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা দাঁড়ায় প্রায় ২৪ জনে। আবেদনকারীদের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৩৩৬ জন ভর্তিচ্ছু। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ফলাফলসহ ভর্তি সংক্রান্ত সব তথ্য কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা সম্মিলিত পরিকল্পনা, আন্তরিক সহযোগিতা ও সময়োপযোগী প্রস্তুতির ফল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গাকৃবি কেন্দ্রে বিশেষ বাস সার্ভিস, তথ্যসেবা ও অভ্যর্থনা কেন্দ্র, স্বাস্থ্য ও নিরাপত্তা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা কেবল একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ, সেই উপলব্ধি থেকেই গাকৃবি মানবিকতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে এই আয়োজন সম্পন্ন করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবে।
উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।