পলাশ শিল্পাঞ্চল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে নোটারি পাবলিক কার্যালয়ে অবৈধ বিবাহের ঘোষণাপত্র তৈরি করার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি নরসিংদী সদর উপজেলা মোড়ের হাজী গফুর মার্কেটের দ্বিতীয় তলায় নোটারি পাবলিক অ্যাড. মো. বাদল মিয়ার কার্যালয়ে।

ছাত্রীর পিতা ও মাতা নরসিংদী প্রেসক্লাবে এসে অভিযোগ করে বলেন, আমার মেয়ে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে বাগহাটা গ্রামের বখাটে রাকিব মিয়া কতিপয় সন্ত্রাসীর সহযোগিতায় আমার মেয়েকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে জানতে পারি নরসিংদী শহরের হাজী গফুর মার্কেটে নোটারি পাবলিক এর কার্যালয়ে আমার মেয়ের বিবাহের হলফনামা তৈরি করেছে। যাতে জোর করে আমার মেয়ের স্বাক্ষর নিয়েছে বলে শুনেছি। বর্তমানে আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে জানতে পারছি না। নোটারি পাবলিক কার্যালয়ে জন্ম সনদ না দেখে বয়স নির্ধারণ না করে কীভাবে বিয়ে হয় তাও আমরা বুঝতে পারছি না।

ছাত্রীর পিতার বক্তব্য অনুযায়ী নোটারি পাবলিকের কার্যালয় হতে হলফনামার কপি সংগ্রহ করে দেখা যায় নোটারি পাবলিক অ্যাড. বাদল মিয়া নিজেই আইনজীবী হিসেবে হলফনামায় শনাক্ত করেছেন এবং নিজেই নোটারি করেছেন।