সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। একই সঙ্গে তাঁর জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ঢাকা যাতায়াতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক বার্তায় জানানো হয়, ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

শোক বার্তায় আরও উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি ২ জানুয়ারি ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বাসটি ৩০ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগের ফলে জানাজায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।#