জুলাই গণ-অভ্যুত্থানের প্রাণভোমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিনা উস্কানিতে আক্রমণ চালিয়েছে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের উপর পুলিশী আক্রমণ কোনোভাবেই কাম্য নয়৷ জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা এই হামলার নিন্দা জানাই। একইসঙ্গে এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্য এবং তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

ইউনাইটেড ইউনিভার্সিটির ২৫ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচীতে একাত্মতা জানাচ্ছে "জুলাই ঐক্য"। জুলাই অভ্যুত্থানের সম্মুখসাড়ির যোদ্ধাদেরকে টার্গেট করে এই ধরনের অন্যায় সিদ্ধান্তের জন্য ইউনাইটেড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অবশ্যই সরকারের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

শনিবার দুপুর ২টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের সাথে একত্রে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকবে জুলাই ঐক্য।