এইচ এম হাসিবুল হাসান, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্প্রতি শহরের মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীত মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমীর ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন, পৌর আমীর মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

অতিথিরা বক্তব্যে বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ নয়, বরং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ।” শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় প্রায় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও শুভে”ছা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।