ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ৩২টি দলের অংশগ্রহণে নক আউট পর্বের বিতর্ক এবং নক আউট পরবর্তী ৩ রাউন্ড ট্যাব পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগীতায় ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, ২১ নভেম্বর মূল বিতর্ক প্রতিযোগিতা এবং ২২ নভেম্বর চূড়ান্ত পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন কবি জসীম উদ্দীন হল এর প্রভোস্ট অধ্যাপক ড. এম শাহীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মাহাম্মদ আবদুল মাবুদ।

সভাপতিত্ব করেন কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব-এর সভাপতি মোঃ আবু সুফিয়ান এবং সঞ্চালনা করেন কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব-এর সাধারণ সম্পাদক রাগীব আনজুম। এই আয়োজনে মূল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি সান্ধ্যকালীন “বারোয়ারী বিতর্কের” আয়োজন করা হয়েছিল। উক্ত বারোয়ারী বিতর্কে দেশের খ্যাতিমান বিতার্কিকগণ অংশগ্রহণ করেন। ফাইনাল বিতর্কে বিজয়ী দল হন মুহসীন হল ডিবেটিং ক্লাব এবং বিজিত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘ।

কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি অনুষ্ঠিতব্য ষোড়শ পল্লীকবি নিয়ে বলেন, “সত্য-সুন্দর পথ ও মননের যৌক্তিক বহিঃপ্রকাশে বিতর্ক বরাবরের মতোই বিতার্কিক ও বিতর্ক প্রেমীদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। এবারের আয়োজন নিঃসন্দেহে বিতর্ক অঙ্গনের সীমা পেরিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছেও অনন্য আবেদন তৈরী করবে।” ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় পল্লী-সাজে সজ্জিত করা হয়েছিল কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণ, পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চায় নবীনদের সম্পৃক্ত করতে হল মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বারোয়ারী বিতর্ক। প্রেস বিজ্ঞপ্তি ।