জবি সংবাদদাতা : ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে যথাসময়ে জকসু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই পূর্ব ঘোষিত ২২ ডিসেম্বরেই জকসু নির্বাচন আয়োজনের বিষয়ে জোর দাবি জানিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্যানেল।

গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নীচতলায় পৃথক জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। তারা উভয়ে যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানায়।

গতকাল বিকাল ৩ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবিরÑসমর্থিত “অদম্য জবিয়ান ঐক্য” প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাত, আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিদেশি ওহিতে জকসু পেছানোর ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।

এসময় রিয়াজুল ইসলাম আরও অভিযোগ করেন, ২৩ নভেম্বরের কনসার্টে প্রার্থীদের স্টেজে উঠতে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদলÑসমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থীসহ কয়েকজন প্রার্থী স্টেজে উঠে বক্তব্য দেন এবং অনুদানের ঘোষণা করেন। এটি কমিশনের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এত বড় লঙ্ঘনের পরও কমিশন কেবল দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় রেখেছে যা “উদ্দেশ্যমূলক শিথিলতা”।

গতকাল বিকাল ৪ টায় আয়োজিত অপর সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব বলেন, ২২ ডিসেম্বর ঘোষিত নির্বাচনের তারিখ অনুসারে ভোট অনুষ্ঠিত হওয়া উচিত। প্রশাসন হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনের আনন্দঘন পরিবেশ ক্ষুণœ করছে। আমরা বলেছি আলো ছড়াও, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আঁচড় ফেলতে বা মিথ্যাচার করতে কেউ সক্ষম হবে না। আমরা চাই এমন একটি সহমর্মী পরিবেশ, যেখানে সকল বর্ণ, ধর্ম ও গোত্রের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে এবং মুক্তবুদ্ধির চর্চা করতে পারে।

এদিকে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। এদিন বিকালে শহীদ সাজিদ ভবনে অবস্থিত কমিশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

এছাড়া পূর্ব ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বাম সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা।