চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ওপর নগ্ন সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল-সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মারধরের শিকার শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকার রাহমানিয়া হোটেলের সামনে তাকে অতর্কিতে হামলা করা হয়। চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র আলমাস মাহমুদ রাফিদ গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাদিউল আউয়াল সুজাত, আল মাসরুর ফাহিম, সাইদ মোহাম্মদ রেদোয়ান ও আরিফসহ আরও কয়েকজন সমবেতভাবে তাকে মারধর করেন।

রাফিদ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় প্রথমে তাকে হুমকি দেওয়া হয়। সেখান থেকে দুই নম্বর গেইটে আসার পর রাত সোয়া ১টার দিকে ২০-৩০ জনের একটি দল এসে তাকে নির্মমভাবে প্রহার করে।