বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা, এবং মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উদ্ভাবনী গবেষণা, নীতিগত মূল্যবোধ এবং সহানুভূতিশীল আচরণকে গুরুত্ব দেয়, যাতে করে রোগীদের প্রতি উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করা যায়। গতকাল সোমবার এ ব্লক অডিটোরিয়ামে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে ‘হিউম্যান ভ্যালুস এন্ড এটিকেট ইন ইউনিভার্সিটি হেলথ কেয়ার প্র্যাকটিস (Human Values and Etiquette in University Health Care Practice)’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, শুধমাত্র দক্ষ হলেই হবে না, রোগীর প্রতি চিকিৎসকের সহানুভূতি থাকা আবশ্যক। সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা জরুরি। চিকিৎসা ক্ষেত্র কেবল রোগ নিরাময়ের জন্য নয়, বরং রোগীর প্রতি সম্মান ও দায়িত্ববোধ প্রদর্শনের বিষয়টিও অতীব গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিএমইউতে বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে স্বাস্থ্য সেবা দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ে দক্ষ হতে হবে না, তার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতি থাকা অত্যাবশ্যক। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দিকগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তারা স্বাস্থ্য শিক্ষায় নৈতিকতার গুরুত্ব, শিক্ষার্থীদের আচরণগত মান উন্নয়ন এবং রোগীর প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে সম্মানিত স্পিকার হিসাবে প্রজ্ঞাময় ও তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন আইসিডিডিআরবি এর মানসিক ও শিশু স্বাস্থ্য ডিভিশনের বৈজ্ঞানিক ড. আহমেদ এহসানুর রহমান, ইউসিএসআই এর অধ্যাপক ও সিনিয়র কনসালন্টেট ফরেনসিক প্যাথলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম। তারা চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, রোগীর প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বাস্তব উদাহরণ তুলে ধরেন। সেন্ট্রাল সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারর্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন। সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়েও অংশ নেন। প্রেসবিজ্ঞপ্তি।