স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারার ড. আবুল হাসনাত মোহাঃ শামীম নব প্রতিষ্ঠিত Institute of Technical and Vocational Education and Training (ITVET)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শামীম বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ দক্ষতার অভাবে বেকার হয়ে আছে—যা শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে বড় ধরনের ব্যবধানকেই নির্দেশ করে। এ প্রেক্ষাপটে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।
তিনি জানান, ITVET জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ও সরকারের TVET কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মমুখী ও দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতায় সজ্জিত করা, শিক্ষা থেকে কর্মসংস্থানে কার্যকর সেতুবন্ধ তৈরি করা এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সমান প্রশিক্ষণ সুযোগ নিশ্চিত করা হবে।
অধ্যাপক শামীম বলেন, “ITVET দেশের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”
নতুন এই প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পণের জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন—অধ্যাপক শামীমের নেতৃত্বে ITVET দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষায় দেশের একটি অগ্রগণ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।