জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে।

বিশেষ বিষয় হলো, প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক দম্পতি। শিবির সমর্থিত প্যানেলে মনোনয়ন জমা দিয়েছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা।

হাফেজ তারিকুল ইসলাম গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং বর্তমানে জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্মাদক। তিনি প্যানেলের কার্যকরী সদস্য পদে লড়বেন।

তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। নিগার শিবির সমর্থিত প্যানেলের সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন জমা দেওয়ার পর তারিকুল ইসলাম বলেন, “সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার স্ত্রী যদিও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত নয়, তবে সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল। নির্বাচনে একসঙ্গে অংশ নেওয়া আমাদের জন্য গৌরবের, তবে দায়িত্বও কম নয়। নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বার্থকেই আমাদের কাজের মূল চালিকাশক্তি বানাবো।”

এর আগে ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সেখানে এক দম্পতি নির্বাচনে অংশ নেবেন বলে জানানো হয়েছিল। রায়হান উদ্দিন এজিএস ও তার স্ত্রী উম্মে সালমা কমনরুম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।