জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের উদ্যোগে ৪ দিনব্যাপী "JUSC R Programming Workshop 2025" আয়োজন করা হবে।

২৫ আগস্ট (সোমবার) ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে ওয়ার্কশপের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপটিতে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৩ আগস্ট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর অধ্যাপক মো. ফজলুল করিম পাটুয়ারি এ ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে থাকবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://juscbd.org/notice&events.html এই ওয়েবসাইটে।

এ বিষয়ে জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা বলেন, আধুনিক গবেষণায় ডেটা অ্যানালাইসিস একটি অপরিহার্য দক্ষতা, আর R ল্যাংগুয়েজ সেই কাজে অন্যতম নির্ভরযোগ্য টুল। এই কর্মশালা শিক্ষার্থীদেরকে গবেষণায় প্রয়োগযোগ্য পরিসংখ্যান, ডেটা প্রসেসিং ও ভিজ্যুয়ালাইজেশনের বাস্তব অভিজ্ঞতা দেবে। জেইউএসসি সবসময় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক দক্ষতা বিকাশে কাজ করে আসছে, এবং আমি বিশ্বাস করি এ আয়োজন তাদের গবেষণা ও উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রোগ্রামিং ওয়ার্কশপ বিষয়ে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব সবসময় শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও প্রাত্যহিক জীবনের কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ করে করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি ৪ দিনব্যাপী 'JUSC R Programming Workshop 2025'। বর্তমানে R প্রোগ্রামিং একাডেমিক গবেষণা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। জাবি সায়েন্স ক্লাবের এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে R প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, আমি মনে করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তাধারা ও প্রাযুক্তিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। JUSC R Programming Workshop এর কনভেনরের দায়িত্ব পালন করছে ক্লাবের হেড অব আইটি মাইশা খাতুন এবং কো-কনভেনরের দায়িত্ব পালন করছে কো-হেড অব আইটি খালেদুজ্জামান ফাহিম।