জুলাইয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাময়িক বহিষ্কৃত হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান সাইফ পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রবিবার (৪ মে) পদার্থ বিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী আদনান সাইফ তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা দিতে আসে। এছাড়া গতসপ্তাহে চতুর্থ বর্ষের অনুষ্ঠিত ভাইবাতেও অংশগ্রহণ করে সে।
পরীক্ষায় বসার বিষয়ে ৪৯ ব্যাচের সিআর আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, জুলাই আন্দোলন পরবর্তীতে উনাকে উনার হল থেকে কোনো পদক্ষেপ নেয়নি এবং উনার ব্যাচ (৪৮) থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরাও ব্যাচ থেকে আর কিছু বলি নাই।
এ বিষয়ে পদার্থ বিজ্ঞান ৪র্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সালাহউদ্দিন আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
৪৯ তম আবর্তনের এক শিক্ষার্থী বলেন, ‘বহিষ্কারাদেশের কপি নোটিশ বোর্ডে টানানো হলেও বহিষ্কৃত আদনান কীভাবে পরীক্ষা দিলেন? এটা নিয়ম লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।’ তিনি আরও বলেন, ‘এভাবে কেউ পার পেয়ে গেলে ভবিষ্যতে অন্যরাও এমন অনিয়মে উৎসাহিত হবে।’
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল প্রকাশিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অফিস আদেশে ৪৮ তম ব্যাচের আদনান সাইফসহ পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।