শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে আজও সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, পঞ্চগড়, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় বক্তারা অভিযোগ করেন ঢাকায় ইসি ভবনে মব করে ছাত্রদল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের রায়কে ভয় পায়। অনতিবিলম্বে শাবিপ্রবি প্রশাসনকে শাকসু নির্বাচনের পথ সুগম করতে হবে।

সিলেট ব্যুরো : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ বলেছেন, শাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যখন তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের স্বপ্ন দেখছে, ঠিক তখনই বিএনপি এবং তাদের লেজুড়বৃত্তিক সংগঠন ছাত্রদল শাবিপ্রবি শিক্ষার্থীদের সেই স্বপ্ন ধূলিসাৎ করার নীলনকশা শুরু করেছে। ছাত্রদল ঢাকায় মব করে ইসি ভবন ঘেরাও করে প্রমাণ করেছে যে, তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। তারা ভয় পায় ব্যালটকে, তারা ভয় পায় সাধারণ শিক্ষার্থীদের রায়কে। কেন এই ভয়? কারণ তারা জানে, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জকসুসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে ছুড়ে ফেলে দিয়েছে, শাবিপ্রবির মাটিতেও তাদের জন্য সেই একইরকম চরম পরাজয় অপেক্ষা করছে।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, শাবিপ্রবির ৯ হাজার শিক্ষার্থীই নির্ধারণ করবে শাকসু নির্বাচন হবে কি হবে না। যারা জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে বা পরাজয়ের ভয়ে শাকসু নির্বাচন স্থগিত করেছে, তাদের দাঁতভাঙা জবাব সাস্টিয়ানরাই দেবে। শাবিপ্রবি প্রশাসনকে অনতিবিলম্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শাকসু নির্বাচনের পথ সুগম করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা চলবে না। তাদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের অধিকার হরণকারী এই ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি গতকাল বুধবার বিকেলে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বেলা ২টায় নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটিু শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি ভালো করেই জানে, যদি ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেখানে ছাত্রদল হারে, তবে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের দশা সারাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই নির্লজ্জ পরাজয়ের গ্লানি এড়াতেই তারা আজ ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা চায় না এই বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক, তারা চায় না সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার বুঝে পাক।

সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে মাঠে নেমেছে, শিক্ষার্থীদের মৌলিক অধিকার শাকসু বাস্তবায়ন করেই মাঠ ছাড়বে। তিনি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, যারা শাকসু নিয়ে ষড়যন্ত্র করছেন, আপনারা সাবধান হয়ে যানÑআপনাদের কোনো ষড়যন্ত্র টিকবে না। শিক্ষার্থীরা আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

এছাড়াও বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগর ও সিলেট জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নোয়াখালী সংবাদদাতা : শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও শাকসু বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রশিবির। গতকাল বুধবার বিকালে মাইজদী মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাইজদী পৌরবাজার সংলগ্ন সড়কে অবস্থান করে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ। শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোঃ আবু সায়েদ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাকসু নিয়ে ‘নোংরা রাজনীতি’ শুরু হয়েছে।

শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা অতীতে রাজনীতির নামে অপরাজনীতি করেছে, জনগণ তাদের ছুড়ে ফেলেছে। বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন, ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ, জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম প্রমুখ।

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

গতকাল বুধবার বাদ আসর মিয়ারবাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা শাকসু সচল করা এবং ছাত্র অধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি আব্দুর রহিম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে যারা আদালতের আশ্রয় নেয়, ছাত্রসমাজ তাদের চিনে নিয়েছে। ফ্যামিলি কার্ড দেখিয়ে লাভ নেই, সাধারণ ছাত্ররা আপনাদের ‘লাল কার্ড’ দেখিয়ে দিয়েছে। অবিলম্বে শাকসু নির্বাচন দিতে হবে!”

পঞ্চগড় সংবাদদাতা: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সার্কিট হাউসের সামনে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে নেতা-কর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: রাসেদ ইসলাম, সেক্রেটারি মহিববুল্লাহ মহিব অর্থ সম্পাদক খুরশেদ মাহমুদ, জুলাই যোদ্ধা পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত থাকার প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার ১ নম্বর সি অ্যান্ড বি বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফার এবং ডুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তাসনিম আলম। এছাড়াও বক্তব্য দেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম। কর্মসূচি সঞ্চালনা করেন ছাত্রশিবির গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।