মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৬নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা যদি দেশ গঠনে সক্রিয় ভূমিকা না রাখে, তাহলে জাতি কখনোই আলোর পথে অগ্রসর হতে পারবে না।
তিনি প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার বলেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার উদ্যোগে বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, জামায়াত নেতা আব্দুল গফুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।