“এসো খুলে দেই, সম্ভাবনার অবারিত সব দ্বার, বিজ্ঞান দিয়ে ভিত গড়ি ফের নতুন সভ্যতার—এই প্রেরণাদায়ী স্লোগানকে ধারণ করে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় কামিল মাদরাসা টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট-২৫।
তা'মীরুল মিল্লাত সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মুহাম্মদ ইকবাল কবির।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকসু-এর জিএস সাইদুল ইসলাম সাঈদ, গণিত প্রভাষক মাজহারুল ইসলাম, জীববিজ্ঞান প্রভাষক রোকনুজ্জামান, মানবসম্পদ সম্পাদক মাহাদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এবং সায়েন্স ক্লাবের বিভিন্ন স্তরের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিল্লাত ক্যারিয়ার কাউন্সিলের পরিচালক আরিফুল ইসলাম ও সায়েন্স ক্লাবের পরিচালক চৌধুরী আবিদ হাসান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাকসু-এর বিজ্ঞান সম্পাদক শোয়াইবুর রহমান।
চার শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অতিথিদের বক্তব্য শেষে ক্যাম্পাস মাঠে বেলুন উড্ডয়নের মাধ্যমে “ইবনে ফিরনাস সায়েন্স ফেস্টথ২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী দিবসে অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহী করে তোলে। আয়োজকরা জানান, ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলমান এই উৎসবে আরও থাকবে প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান মেলা, প্রযুক্তি প্রদর্শন, বিতর্ক ও সৃজনশীল কর্মশালা।
বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজনকে একটি অনন্য শিক্ষামূলক উৎসব হিসেবে দেখা হচ্ছে।