বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা ও উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত র্যালির নেতৃত্ব দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালি শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

১৯৯২ সালের ২১ অক্টোবর সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সারাদেশের কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়, যা আজ দেশের সর্ববৃহৎ ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বর্তমানে ২,২৫৭টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, যেখানে প্রায় ৩৮ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা দেশের মোট উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে।