ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৭ শতাধিক ফাজিল এবং কামিল মাদরাসা ও শিক্ষার্থীদের অভিভাবকের ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত শিক্ষার্থী ফোরাম। তাদের দাবি, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে সেশনজোট নামক অভিশাপ থেকে ছাত্র ছাত্রীদের মুক্তি দিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যারা দায়িত্ব পালন করেছে তারা শুধু মাত্র নিয়োগ বানিজ্য, ঘুষ, দুর্নীতি আর নিজস্ব স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলো। কিন্তু বর্তমান প্রশাসন আসার সেসকল দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন বর্তমানে ফাজিল, কামিল এবং অনার্স মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, যা অতীতের কোন প্রশাসন পারেনি। আমরা লক্ষ করেছি একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তথাকথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের অপবাদ দিচ্ছে যা কখনোই গ্রহণযোগ্য নয়। অথচ বর্তমান প্রশাসন এখন পর্যন্ত কোন নিয়োগই দেয়নি। আমরা এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিম্মলিখিত দাবিগুলো উপস্থাপন করছি।
দাবিগুলো হলো- ইউজিসি থেকে ইসলাম বিদ্বেষী তানজিম উদ্দিন খানের অপসারণ করতে হবে। নাম ঠিকানা বিহীন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বাতিল করতে হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধ করতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরাম এর সমন্বয়ক মাওলানা শাহীন হোসাইন চাঁদপুরী, মাওলানা হাফেজ আল আমিন মু মিজানুর রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র প্রতিনিধি - হাফেজ আব্দুর রহমান হাফেজ মাসুম আরিফ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ছাত্র প্রতিনিধি - সাঈদুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রতিনিধি - আব্দুল্লাহ তাওহীদী এবং ঢাকা আলিয়া মাদরাসা প্রতিনিধি আব্দুল আলিম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অন্যান্য ছাত্র প্রতিনিধিরা।