DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

রায়গঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল

সিরাজগঞ্জ রায়গঞ্জের হারণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় প্রতিবেশী কর্তৃক নির্মিত বাড়ি অপসারণ না করায় বিপাকে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Printed Edition
Default Image - DS

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ রায়গঞ্জের হারণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় প্রতিবেশী কর্তৃক নির্মিত বাড়ি অপসারণ না করায় বিপাকে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারণী গ্রামের হারণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার ভিতর গ্রামের মৃত আছাব আলীর ছেলে, শাহীন রেজা দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। বর্তমান বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের জন্য জায়গা ছেড়ে দিতে বললেও তিনি তা না ছাড়ায় বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শাহীন রেজা বিদ্যালয়ের অধিকাংশ জায়গা দখল করে বাড়ি তৈরি করে বসবাস করছেন। এখন ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য উক্ত জায়গা ছেড়ে দিতে বললে তিনি নানা টালবাহানা করছে।

এ ব্যাপারে শাহীন রেজার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি জায়গাটি ছেড়ে দেয়ার জন্য কিছুদিনের সময় চেয়েছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন, বিদ্যালয়ের জায়গাটা মাপ দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং জায়গা ছেড়ে দেয়ার জন্য শাহীন রেজাকে একটি চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, আমাকে এ বিষয়ে কিছু জানান হয়নি। তবে কেউ যদি বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।