ইবি রিপোর্টার : তুরস্কের এক আন্তর্জাতিক সেমিনারে গাজা সংঘাতের উপর আলোকপাত করে এক প্রবন্ধ উপস্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। গতকাল রবিবার (১৭ অক্টোবর) তুরস্কের চাংকিরি কারাকেতিন বিশ্ববিদ্যালয়ে রেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা। এসময় Gaza Conflics: A Dying Declaration of International Law (গাজা সংঘাত : আন্তর্জাতিক আইনের একটি মৃত্যুঞ্জয়ী ঘোষণা)” শীর্ষক সেমিনারটিতে ভিসি অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ তার গবেষণাপত্র উপস্থাপন করেন। ড. নকীব নসরুল্লাহ তার প্রবন্ধে গাজা উপত্যকায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘনের বিভিন্ন দিক বর্ণনা করেন। সেমিনারে অংশ নেয়া অন্যান্য আলোচকরা গাজা ইস্যুতে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সংবর্ধনা প্রদান করে চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।