গতকাল সকাল ১০ টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মেইন ক্যাম্পাসে বালিকাদের শাখার উদ্যোগে আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়। মাদরাসা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী, মুফতি মাওলানা মহিউদ্দীন, অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মাওলানা ফসিহুর রহমান প্রমুখ।

ড. খলিলুর রহমান মাদানী বলেন, আমাদের ছাত্রীরাই পারবে নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত হয়ে ঘুনেধরা এ সমাজ বদলাতে। ইনসাফ ন্যায় ও সততা প্রতিষ্ঠার জন্য সর্বোপরি সমাজের সকল স্তরে বৈষম্য দূর করার লক্ষ্যে ২৪ এর গণআন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের সরব ভূমিকা ও সীমাহীন ত্যাগ বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রশংসনীয়।

পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যবধি মা হাওয়া আলাইহিস সালাম মারিয়াম, আছিয়া, খাদিজা, আয়েশা সহ উম্মাহাতুল মুমিনিন সকলেই এর পাশাপাশি যুগে যুগে নারীরা সমাজ সংস্কার, সমাজ উন্নয়ন, সমাজ সংশোধন ও আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রধান অতিথি আরও বলেন: আমাদের কোমলমতি ছাত্রীরাও পারবে উপযুক্ত দ্বীনি পরিবেশে সঠিক অভিভিত্তিক শিক্ষা অর্জন করে উক্ত শিক্ষার আলো সমাজের ছড়িয়ে দিতে। এজন্য সম্মানিত অভিভাবকদের প্রতি আমরা বিশেষ আবেদন জানাই, আপনি আপনার আদরের মেয়েকে সর্বোচ্চ কেয়ার করে, আদর যতœ ও সোহাগ দিয়ে দ্বীনি পরিবেশে গড়ে তোলার পাশাপাশি তার প্রতি দায়িত্ববান, যতœবান, সচেতন সতর্ক হতে হবে। আমাদের দক্ষ শিক্ষিকা গণও আপনার সন্তান কে কুরআন হাদিসের ভিত্তিতে দ্বীনি শিক্ষা প্রদান করে তাদের প্রতি বিশেষ যতœবান সচেতন সতর্ক ও আন্তরিক হয়ে তাদেরকে সঠিক মানে গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ।

মুফাসসির আবুল কাশেম গাজী বলেন: নারী জাতি মায়ের জাতি সম্মানের জাতি তাদের প্রতি বিশেষ দায়িত্ববান হওয়া সকলের দায়িত্ব।

মুফতি মহিউদ্দিন বলেন: ইসলাম নারীদেরকে সবার ঊর্ধ্বে মর্যাদাবান করেছে। অতএব তোমাদেরকে আদর্শবান হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে: বালিকা ক্যাম্পাসের ম্যাডাম এবং ছাত্রীদের পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলিমের অভিভাবিকা বৃন্দও উপস্থিত ছিলেন। সকল ছাত্রীকে হিজাব, নোটপ্যাড এবং কলম উপহার দেওয়া হয়।