শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি:
টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র্যাংক ২০২৫-এ এশিয়ার অগ্রণী সেরা তালিকায় (৩৫১–৪০০) স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা এশিয়া র্যাংকেও ভালো অবস্থান অর্জনে ভূমিকা রেখেছে, যা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অর্জন আমাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এ অর্জনের পেছনে নিরলস প্রশাসনিক দক্ষতা, গবেষণার সম্প্রসারণ এবং মান উন্নয়ন প্রচেষ্টারই প্রতিফলন ঘটেছে। উপাচার্য আন্তঃবিভাগীয় গবেষণা, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ প্রকাশ করে। এই র্যাংকিংয়ে ৩৫টি দেশ ও অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। চীনের ৯৪টি, ভারতের ১০৭টি, জাপানের ১১৯টি এবং ইরানের ৮৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি, যা পরপর সপ্তমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে।