ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের চলমান ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কারিগরি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান শিক্ষকরা। শিক্ষকদের এই সম্মানজনক অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা করা হচ্ছে।

আরও বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থে এবং আলোচনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই, ছয় দফা দাবি বাস্তবায়নের কার্যকর অগ্রগতি না ঘটলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে।