মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় র‍্যালিটি শহিদ মিনার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পুনরায় শহিদ মিনার চত্বরে আসে। র‍্যালির পূর্বে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, বিতর্ক সম্পাদক হারুনর রশীদ রাফি, শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস হাসান।

এসময় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিবছর বিজয় দিবসে র‍্যালি, মেডিক্যাল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি পালন করতে গিয়ে অতীতে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বিনা উস্কানিতে শত শত নেতাকর্মী গ্রেফতার ও মামলার শিকার হয়েছে। তবুও উপজেলা পর্যায় পর্যন্ত নিয়মিত এসব কর্মসূচি পালন করে আসছে ছাত্রশিবির।

তিনি আরও বলেন, 'ছাত্রশিবির বিশ্বাস করে, স্বাধীনতার চেতনা— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সংকটময় সময়ে, সর্বশেষ জুলাই বিপ্লবে, সাধারণ ছাত্রদের পাশে থেকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সক্রিয় ছিল সংগঠনটি।'

তিনি বলেন, 'এ বছর সারা দেশের ক্যাম্পাসে ম্যারাথন, সাইকেল র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম, নৌ-র‍্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণসহ নানা ছাত্রবান্ধব কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে সুস্থ দেহ–সুস্থ মন, পরিবেশ রক্ষা, নৌপথ ও নৌ-সম্পদ সংরক্ষণ এবং ছাত্রদের সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বার্তা দিতে চায় ইসলামী ছাত্রশিবির।'

শ্রদ্ধাঞ্জলির ফুল দেয়ার বিষয়ে জানতে চাইলে বলেন," শ্রদ্ধাঞ্জলি বা ফুল দেওয়ার ব্যাপারে ইসলামিক ছাত্র সংগঠন হিসেবে ইসলাম যেটাকে পারমিশন দেয় না আমরা সেই কার্যক্রম থেকে বিরত থাকার চেষ্টা করি। আমরা শহিদদের জন্য আল্লাহু রাব্বুল আলামীনের কাছে দোয়া করি। জাতির উন্নিত সমৃদ্ধির জন্য আমরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করি। যেহেতু আমরা ইসলামকে ধারণ করি, ইসলামকে লালন করি, ইসলামকে সর্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কার্যক্রম রয়েছে। সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা, ফুল দেওয়া ইত্যাদি কার্যক্রম করা হয়না।"