বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রশাসনিক ভবনের মূল ফটকে রোববার (৩ আগস্ট) ‘আলোকচিত্রে জুলাই পুনর্জাগরণ ২০২৪’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। লক্ষ্য ছিল গণতন্ত্র পুনর্জাগরণের স্মরণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্র-জনতা রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম, খুন ও দুর্নীতির বিরুদ্ধে মরণপণ আন্দোলনে অবতীর্ণ হয়। ওই বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, জাতীয় চেতনার জাগরণ। এ আন্দোলনের মাধ্যমে জনগণ বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যায়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বারি'র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি বলেন, “জুলাই বিপ্লবের গৌরবগাথা জাতীয় জীবনে চিরভাস্বর হয়ে থাকবে।” অনুষ্ঠানে বারি'র পরিচালক, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।