শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয় যা চলবে আজ বুধবার পর্যন্ত। দীর্ঘ ২৮ বছর পর আগামী বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন।
গতকাল দুপুর পর্যন্ত তিনটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ৪ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাচাইবাছাই; ৭ ডিসেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা। আর ১১ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। আগামী বছরের ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মনোনয়ন নিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।