ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'আত্মপরিচয়ের শিকড়' শীর্ষক মুসলিম লিগ্যাসি সেমিনার ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে লাইট অফ কুরআন ও দ্য অ্যালকেমিস্ট নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আলোচকবৃন্দ হিসেবে ছিলেন শিক্ষক, দায়ী ও অ্যাক্টিভিস্ট শাইখ প্রফেসর মোখতার আহমাদ ও লেখক ও অনুবাদক উস্তায ইমরান রাইহান। এসময় লাইট অফ কুরআনের সহকারী পরিচালক আহমেদ জাবের ও দ্য আলকেমিস্ট নেটওয়ার্কের ফাউন্ডার মোঃ রেদোয়ানুল হক কাভী, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ পাঁচ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি 'মুসলিম লিগ্যাসি অ্যাক্রোস ডিসিপ্লিন একাডেমিক ফেস্ট ২০২৬' শিরোনামে একটি একাডেমিক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠন দুইটি। প্রতিযোগিতার মধ্যে পোস্টার প্রেজেন্টেশন, কন্টেন্ট রাইটিং এবং লাইভ কুইজ মোট তিনটি বিভাগ ছিলো। এরই প্রেক্ষিতে আজ 'আত্মপরিচয়ের শিকড়: মুসলিম লিগ্যাসি সেমিনার' এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে পোস্টার প্রেজেন্টেশনে ৩ জন এবং কন্টেন্ট রাইটিং-এ ৫ জন ও লাইভ কুইজে ১০ জন।

শিক্ষার্থী জুবায়ের আহমদের সঞ্চালনায় আলোচক মোখতার আহমাদ বলেন, আপনি আপনার সময়কে তিন ভাগে ভাগ করেন। একটা সময় শুধু আল্লাহর জন্য, যেটা আপনি কাউকে দেবেন না। প্রতিদিন সকালে আল্লাহর সাথে কিছু সময় কাটান—কুরআন পড়ুন, সীরাহ পড়ুন। একটা সময় নিজের জন্য রাখুন, আর একটা সময় পড়ার জন্য বা শেখার জন্য রাখুন।

তিনি আরো বলেন, সার্টিফিকেটের পেছনে দৌঁড়াবেন না, স্কিলের পেছনে দৌঁড়ান। নিজেকে এমনভাবে তৈরি করেন যেন মিডিয়া আপনার পেছনে ঘোরে, আপনাকে যেন মিডিয়ার পেছনে ঘুরতে না হয়। সময় নষ্ট করা বন্ধ করেন। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে, আমি আমার সময়কে প্রোডাক্টিভ কাজে লাগাবো। উম্মাহর এমন সন্তানদের প্রয়োজন যারা দক্ষ এবং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে।