কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রাকৃতিক ছড়া দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আবুল কালাম (প্রকাশ আনসার কালাম) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ছড়ার গতিপথ রোধ করায় পাশের সরকারি বিদ্যালয়টির ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আনসার কালাম ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়ইছড়ি বাজারের বাসিন্দা হয়।

জানা যায়, আবুল কালাম বড়ইছড়ি বাজার ফান্ডের একটি দোকানের নামে ১৪ ফত দুর্গ ১৬ ফত প্রস্থের একটি ব্যবসায়িক প্লট দখল শর্তে ক্রয় করেন, কিন্তু ওই দোকানের বদলে ৪০ ফত বাই ৬০ ফিট জায়গা দখল করে আবাসিক বহুতল ভবন বাড়ি নির্মাণ করেছেন প্রাকৃতিক ছড়ার একটি বড় অংশ দখল করে। ফলে প্রাকৃতিক ছড়ার পানি যাওয়ার গতিপথ অবরুদ্ধ হয়ে যাওয়ায় স্কুলের পাশের অংশ ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি ছড়ায় ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গন্ধ নিয়ে ক্লাসরুমে পড়ালেখায় মনোনিবেশ করতে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) খালেদা আক্তার ও স্থানীয় লোকজন জানান, বিষয়টি প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিক্ষা অফিসারকে ২০২৩ সালে লিখিতভাবে জানানো হয়েছে। পরে সহকারী কমিশনার গেল বছর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে দ্রুত সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু তার বড় ভাই কৃষক লীগের নেতা হওয়ায়, প্রভাব খাঁটিয়ে সরকারী নির্দেশ অমান্য করে প্রাকৃতিক ছড়া দখল করে নির্মাণকাজ সম্পন্ন করেন ওই অভিযুক্ত ব্যক্তি আবুল কালাম প্রকাশ আনসার কালাম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, আনসার কালাম সরকারি জায়গা সহ খাস খতিয়ানের ছড়াটি ক্ষমতার অপব্যবহার করে দখল করেছেন।

এ বিষয়ে মো. আবুল কালাম প্রকাশ আনসার কালাম থেকে জানতে চাইলে তিনি মতামত ও কোন বক্তব্য দিতে অশ্বিকৃতি জানান।