স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (জিডিইউ) উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার (১৯ জুলাই) সকালে কালিয়াকৈরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় গাজীপুরের লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৫০ জন শিশু শিক্ষার্থী।

ছবি আঁকা২-

শিশুদের কাঁচা হাতে আঁকা ছবিগুলোর প্রতিটি রেখা যেন ফুটিয়ে তুলেছে শহিদদের প্রতি শ্রদ্ধা ও গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাসের অনুরণন। আয়োজনটির উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের হৃদয়ে এই আন্দোলনের তাৎপর্যকে রঙ ও ক্যানভাসে তুলে ধরা এবং তাদের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি প্রতিযোগীদের চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখেন এবং শিশুদের উৎসাহ দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী এই আয়োজনে উপস্থিত ছিলেন।

ট্রেজারার ড. আনোয়ার হোসেন বলেন, “শুধু পাঠ্যবই নয়, শিশুদের মনে চেতনার বীজ বুনতে হবে সৃজনশীলতার মাধ্যমে। এই আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস জানাবে, জানাবে শহিদদের আত্মত্যাগের কথা।”

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিডিইউ কর্তৃপক্ষ আয়োজন করেছে আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, পোস্টার ও স্কেচ প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও নির্মাণসহ নানা আয়োজন।

ছোটদের সৃজনশীল অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণজুড়ে বইছিল এক আবেগঘন ও দেশাত্মবোধক পরিবেশ।